সামিমা বেগম
নববর্ষ বাঙালিদের
ঐতিহাসিক কৃষ্টি,
রঙ বেরঙের বোশেখ মেলা
কাড়ে খোকার দৃষ্টি।
চায় না খেতে কোর্মা-পোলাও
বসে ঘরের কোণে
মেলায় গিয়ে করবে মজা
ভাবছে সদা মনে।
তাইতো খোকা জেদ ধরেছে
এবার যাবে মেলা
পয়লা বৈশাখ করবে পালন
মত্ত থেকে খেলা।
কাঠের ঘোড়া নাটাই ঘুড়ি
খেলনা আছে যত
বেলুন বাঁশি তবলা ঢোলক
কিনবে ইচ্ছে মতো।
গামছা মাথায় বেঁধে খোকা
সাজবে রাখাল ছেলে
বাঁজিয়ে বাঁশি মন মাতাবে
খোকা মেলায় গেলে।