কুলাউড়া থেকে আগ্নেয়াস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

10

কুলাউড়া থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্ত এলাকায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ মাহমুদ আলী লিটন (৩৫) ও আব্দুস ছত্তার রাজু (৩০) নামে দুই ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ। গত রবিবার রাত ১১ টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের বাগজুর এলাকায় বিশেষ এক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানে অংশ নেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী-সহ একদল পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতসহ আরও ৭ থেকে ৮ জন মিলে কুলাউড়ার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের পাশর্^বর্তী ভারত অংশের একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। খবর পেয়ে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় একটি দেশীয় পাইপগান ও এক রাউণ্ড কার্তুজ উদ্ধার করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ধৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তাদের নামে একাধিক ডাকাতি মামলা রয়েছে।