আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেমুসাসের আবৃত্তি প্রতিযোগিতা

6

 

দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের জন্যে কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছে। কবিতা আবৃত্তিতে ৬ষ্ট থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য কবি আল মাহমুদের একুশের কবিতা এবং নবম থেকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য কবি কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতা। প্রতিযোগিদেরকে ১৯ ফেব্রæয়ারি বুধবারের মধ্যে বেলা ৩টা থেকে রাত ৯টায় অফিস চলাকালীন সময়ে সাহিত্য সংসদ কার্যালয়ে নাম তালিকাভুক্ত করতে বলা হয়েছে। কর্মসূচির প্রথম দিন ২০ ফেব্রæয়ারি বৃহস্পতিবার বেলা ৩টায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং বাদ মাগরিব কেমুসাসের সাহিত্য আসর কক্ষে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাহিত্য সংসদের কর্মসূচি অনুযায়ী ২১ ফেব্রæয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টায় কেমুসাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ১০টায় কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
কর্মসূচিতে সাহিত্য সংসদের পৃষ্ঠপোষক সদস্য, জীবন সদস্য, সাধারণ সদস্য ও সকল সাহিত্যমোদীদের উপস্থিত থাকার জন্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল সাহিত্য সংসদের পক্ষ থেকে অনুরোধ করেছেন।