বন্যা পরবর্তী স্বাস্থ্য সুরক্ষায় নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপের বিকল্প নেই —- মুহাম্মদ ফখরুল ইসলাম

7

বংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, সাম্প্রতিক স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেটে বিপুল ক্ষতি সাধন হয়েছে। বন্যায় আসবাবপত্র বিনষ্টের পাশাপাশি বন্যা কবলিত মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। অসহায় ও হতদরিদ্র মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। এমতাবস্থায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি শুক্রবার নগরীর শাহপরান থানার ২৪নং ওয়ার্ডে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে বন্যা পরবর্তী মহামারীর প্রকোপ রোধে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিশেষজ্ঞ চিকিৎসক টীমের সমন্বয়ে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে সকাল থেকে দিনভর ২ শতাধিক রোগীকে প্রেসক্রিপশন ও বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী মোহাম্মদ আব্দুর রব ও ড. নূরুল ইসলাম বাবুল, জামায়াত নেতা জাহেদুর রহমান চৌধুরী, মোহাম্মদ আনোয়ার আলী, শাহেদ আলী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ। বিজ্ঞপ্তি