বিশ্বনাথ প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী বেগম তাহসিনা রুশদী লুনা বলেছেন, দেশ যখনই ক্লান্তিলগ্ন কাল অতিক্রম করে তখনই আমাদের পাশে প্রবাসীরা দাঁড়ান। দূর্যোগ দুঃসময়ে প্রবাসীদের ভ‚মিকার বিকল্প নেই।
বিএনপি ক্ষমতায় গেলে প্রবাসীদের সার্বিক বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। গতকাল সোমবার দুপুরে বিশ্বনাথে বিশ্বনাথ সোসাইটি ইউ.কের উদ্যোগে ও শাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় হতদরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন এর সভাপতিত্বে পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহজাহান ও পৌর যুবদলের সিনিয়র সদস্য ওয়াসিম উদ্দিন এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ফাহিম আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির দপ্তর আবদুল জলিল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, পৌর কৃষক দলের আহবায়ক আবদুল জলিল প্রমুখ।