সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। লাগামহীন লুটপাট করে দেশকে রসাতলে নিয়ে গেচে। তারা আজ জনগণকে নিত্যপণ্য, তেল, গ্যাস ও বিদ্যুৎ দিতে পারছে না। দেশে আজ খাদ্য সংকট দেখা দিয়েছে, সরকার জনগণকে কম খাওয়ার পরামর্শ দিচ্ছেন। অথচ তারা লুটপাটের টাকায় দেশে-বিদেশে আয়েশী জীবন-যাপন করছেন। যারা দেশের টাকা বিদেশে পাচার করেছেন, তাদের বিচার হবে। যারা গুম-খুনে জড়িত তাদেরও বিচার হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্ত করে, দেশনায়ক তারেক রহমানকে নিরাপদে স্বদেশ প্রত্যাবতন করিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। আর এসব দাবী বাস্তাবয়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আগামী ১৯ নভেম্বরের গণসমাবেশে যোগদান করতে হবে।
শনিবার বিকেলে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে উপজেলা সদরে আয়োজিত গণসংযোগ, প্রচারপত্র বিতরণ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তসলিম আহমদ নেহারের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সারাদেশের ন্যায় সিলেটের মানুষ এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তাই আাগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশে মানুষের ঢল নামবে। সম্মিলিত আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন নিশ্চিত করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, কামরুল হাসান শাহীন, ময়নুল হক, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট আবু তাহের, আজিজুল হোসেন আজিজ, মাহবুব আলম, আবুল কাশেম, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি রেজাউল করিম রায়হান, সহ সভাপতি এনায়েত হোসেন রুহেল, সহ সভাপতি ফখরুল ইসলাম পাপলু, সহ সভাপতি সাদিকুর রহমান টিপু, রেজাউল রহমান চৌধুরী রাজু, সহ সভাপতি তোফায়েল আহমেদ লেবু, সহ সভাপতি খায়রুল ইসলাম ছুটন, শাহেদ আহমদ মেম্বার, আসাদুল রহমান রুহেল, শহিদুল ইসলাম খান কয়েছ, সাজু আহমদ খান, রুহুল আমিন, জহিরুল ইসলাম তানিম, বিএনপি নেতা মুসা রাজা, সাংগঠনিক সম্পাদক রাসেদুল হাসান চৌধুরী রাসেদ, সাইফুল ইসলাম খান, তুহিন চৌধুরী, ছাত্র বিষয় সম্পাদক শাহিন আহমদ, প্রচার সম্পাদক দিনার আহমদ শাহ, যুব বিষয় সম্পাদক শেখ ওয়েছ আহমদ মিটু, সমবায় বিষয় সম্পাদক জয়ফুর রহমান পারভেজ, সহ আইন বিষয় সম্পাদক সজিবুর রহমান সজিব, বিএনপি নেতা জামাল আহমদ,যুব দলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন লিটন, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান রফি,যুগ্ম আহবায়ক হাফিজুল করিম সায়মন,রাহিবুল হাসান চৌধুরী সুজন প্রমুখ। বিজ্ঞপ্তি