মো: মোশাররফ হোসেন খান
অতি কষ্টে যতন করে
রেখে ছিলাম সখী তোরে
মায়াবি কথায় জীবন গড়ে
আমারে গেলি ছেড়ে ।
তোর শূন্যতায় বসন্তে আমার
কোকিল নাহি গান গায়
লিলুয়া বাতাস কেঁদে কেঁদে আজ
বিরহের কথা কয়।
তুই যে সখী ,পরাণছিলি
বুকের ভিতর হিয়া
আজো মরি মরি স্বপ্ন দেখি
তোর স্মৃতি ,কথা নিয়া।
মাঝরাতে সখী ঘুম ভেঙ্গে যায়
খুঁজি তোকে মন দিয়া
তুই সখী আজ, কেমন আছিস
জানতে চায় মোর হিয়া।
বুকে হাত দিয়ে, বলেছিলি সখী
আমায় যাবিনা ছেড়ে
তবে কেন সখী চলে গলি
অন্য কারো নীড়ে।
আমার নীড় না হয় কাঁচা ছিল
বৃষ্টির পানি পড়ে
ভালাবেসে সখী ,থাকবো মোরা
সারাটি জনম ধরে।
তোর শূণ্যতায়, এ ভুবনে
থাকতে নাহি চায় মন
বলনা সখী , তোকে ছাড়া আমি
করি কী এখন?
শুনিস যদি কখনও সখী
আমি নেই ধরায়
গোরের সামনে দাড়িয়ে সখী
ভেঙ্গে পড়িসনা কান্নায়।
থাক সখী,আর গাইব না
আমার বেদনার গান
একা একা কেঁদেই যাব
এ ধরায় থাকতে প্রাণ।