জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সাবেক পৌর কমিশনার সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পৃথক মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভ‚ক্ত পলাতক আসামী ছিলেন তারা। গ্রেফতারকৃতরা হলেন, জগন্নাথপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক পৌর কমিশনার ও শালিসি ব্যক্তি আবু সুফিয়ান ঝুনু (৬০) এবং জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর রাণীনগর গ্রামের মৃত ছানু মিয়ার ছেলে সোহেল মিয়া (৪৪)।
জানাগেছে, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঞা এর নির্দেশনায় থানার এসআই মোঃ শফিকুল ইসলাম, এএসআই কামাল উদ্দিন, এএসআই আলী আকবর সহ পুলিশ দল পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের ১৭ ফেব্রæয়ারি সোমবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। থানা সূত্র তা নিশ্চিত করেছেন।