তারেক রহমানের সাথে সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সভা ॥ দ্রুত অবশিষ্ট ১০টি ওয়ার্ড কমিটি গঠনের তাগিদ

33

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের সাথে সিলেট মহানগর বিএনপির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। (৭ আগষ্ট) রবিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সাথে তারেক রহমানের ভার্চুয়ালি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে আহবায়ক কমিটি গঠনের পর গত ১১ মাসের সাংগঠনিক কার্যক্রমের রিপোর্ট সভায় উপস্থাপন করে মহানগর বিএনপি। রিপোর্ট উপস্থাপনের আলোকে তারেক রহমান দ্রুত অবশিষ্ট ১০টি ওয়ার্ডের আহবায়ক কমিটি গঠনের তাগিদ দেন। এবং ২ মাসের মধ্যে সকল ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের জোর নির্দেশনা দেন। সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার ও গতিশীল করতে অক্টোবরের মধ্যে কাউন্সিল করার পূর্ণ নির্দেশনা দেন।
ভার্চুয়াল সভা শেষে পংকী বলেন, আমরা মহানগর বিএনপির সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে দ্রুততার সহিত ১৭টি ওয়ার্ডের আহবায়ক কমিটি গঠন করেছি। প্রস্তুত রয়েছে আরো কয়েকটি কমিটি। করোনা মোকাবেলা, স্মরণকালের ভয়াবহ বন্যায় বন্যার্তদের পাশে দাঁড়ানোর কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়ন ও ধারাবাহিক কেন্দ্রীয় কর্মসূচি সফলভাবে পালন করতে গিয়ে অবশিষ্ট কমিটি গঠনে সামান্য বিলম্ব হয়েছে। তবে খুবই দ্রুত মহানগর বিএনপির কাউন্সিল অনুষ্ঠানে আমাদের জোর তৎপরতা থাকবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাউন্সিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
সভায় আরো উপস্থিত ছিলেন, সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, সাবেক সভাপতি নাসিম হোসেন, ১ম যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, এড. হাবিবুর রহমান, বাবু সুদীপ রঞ্জন সেন বাপ্পু, এড. রোকসানা বেগম শাহনাজ, নজীবুর রহমান নজীব, সালেহ আহমদ খসরু, সদস্য জিয়াউল হক জিয়া, আমির হোসেন, বাবু নিহার রঞ্জন দে, সৈয়দ তৌফিকুল হাদি, মাহবুব চৌধুরী, হুমায়ুন আহমেদ মাসুক, আক্তার রশীদ, নুরুল আলম সিদ্দিকী খালেদ, সৈয়দ সাফেক মাহবুব, আফজাল হোসেন, শামীম মজুমদার, আবুল কালাম। বিজ্ঞপ্তি