জাতীয় স্কুল ক্রিকেটে ব্লু বার্ড চ্যাম্পিয়ন

75

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে অনুষ্ঠিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় (সিলেট জেলা) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ দল। গতকাল সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ব্লু-বার্ড ৮৫ রানের ব্যবধানে হারায় শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজকে। বৃষ্টির জন্য কার্টেল করে ২০ ওভারে নামিয়ে আনা ফাইনাল ম্যাচে ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে। ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ এর পক্ষে ফাহমিদ ৫১, ফাহিম ৩২ ও অয়ন ১১ রান সংগ্রহ করেন। শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ এর পক্ষে মাহফুজ তিন উইকেট এবং তারেক ও নির্ঝর একটি করে উইকেট লাভ করেন। জবাবে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ ১৭ ওভার ২ বল খেলে সব উইকেট হারিয়ে ৬৭ রান সংগ্রহ করে। শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ এর পক্ষে বিল্লাল ১২, রনি অপরাজিত ১২ ও তপু ১০ রান সংগ্রহ করেন। ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ এর পক্ষে ফারহান তিন উইকেট এবং ফাহিম, ফাহমিদ ও সায়েম দুইটি করে উইকেট লাভ করেন। ম্যান অব দ্যা ফাইনাল মনোনীত হন ব্লু বার্ড  স্কুল এন্ড কলেজ এর খেলোয়াড় ফাহমিদ (২৬ বলে ৫১ রান, ৪-০-৮-২)। ম্যান অব দ্যা ফাইনালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভলপমেন্ট কমিটি, গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমী ও স্পোর্টস ওয়ান এর পক্ষ হতে ক্রেস্ট প্রদান করা হয়। খেলা শেষে প্রতিযোগিতার আহবায়ক মঞ্জুর আহমদ চৌধুরী‘র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সংস্থার কোষাধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন, সংস্থার নবগঠিত কমিটির সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বিজিত চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি হাজী এম.এ.সাত্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের কাউন্সিলর সাজেদ আহমদ চৌধুরী বাপন, ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ হুসনে আরা, ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ এর সাবেক সিনিয়র শিক্ষক বিজন কুমার দে, সিনিয়র শিক্ষক চিত্ত সমাদ্দার, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ এর সিনিয়র শিক্ষক আবদুল মোতালেব, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেট বিভাগীয় ক্রিকেট কোচ এ কে এম মাহমুদ ইমন, ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ এর ক্রীড়া শিক্ষক প্রদীপ কুমার দেবনাথ, আম্পায়ার আজিজ আহমদ, ইমরান আজাদ ও স্কোরার এ.কে.ইয়ামিন ,রানা মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি