১০ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

4

কাজির বাজার ডেস্ক

তেলবাহী একটি ওয়াগন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ১০ ঘণ্টা বন্ধ ছিল। গতকাল শনিবার (১৫ ফেব্রæয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচকে এ দুর্ঘটনা ঘটে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে লাইনচ্যুত ওয়াগন সরালে ফের রেল যোগাযোগ চালু হয়।
জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রেলওয়ের তেলবাহী একটি ওয়াগন সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচকে মোগলাবাজার রেল গেট এলাকায় এসে লাইনচ্যুত হয়। এতে করে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এতে রাতভর চরম দুর্ভোগে পড়েন রেলের যাত্রীরা। বিভিন্ন গন্তব্য থেকে কোনো ট্রেন সিলেট রেলওয়ে স্টেশনে আসতে পারেনি। কোনোটি ছেড়েও যেতে পারেনি। পরে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এনে লাইনচ্যুত ওয়াগনটি সরালে সকাল সাড়ে ৮টা থেকে ফের রেল চলাচল শুরু হয়।
রেলওয়ে কর্মকর্তারা জানান, রেল চলাচল শুরু হলেও সারাদিন শিডিউল বিপর্যয় অব্যাহত থাকতে পারে। দুর্ঘটনার পর রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এর মেরামত কাজ এখনো চলছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম। তিনি বলেন, সকাল সাড়ে ৮টায় ফের রেল চলাচল শুরু হয়েছে। ওয়াগন লাইনচ্যুত হওয়ায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে উপবন ট্রেনটি যাত্রা করতে পারেনি। সেটির যাত্রা বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনের যাত্রীদের টিকিটমূল্য ফেরত দেওয়া হচ্ছে। সকালে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি সিলেট স্টেশনে এসে পৌঁছায়।