ধোপাদীঘিরপারে উচ্ছেদ অভিযান

26

স্টাফ রিপোর্টার :
নগরীর ধোপাদীঘিরপারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিলেট সিটি কর্পোরেশন। এ সময় অবৈধ ভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে অভিযানের নেতৃত্ব দেন মেয়র আরিফুল হক চৌধুরী।
বেশ কয়েকদিন আগে অবৈধ দখলদারদের মালামাল ও স্থাপনা সরিয়ে ফেলার নোটিশ দেওয়া হয়। এর পরিপেক্ষিতে মঙ্গলবার সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযানে নামে। ধোপাদীঘিরপারে দীর্ঘদিন থেকে বিভিন্ন ভূমিখেকো চক্র দখল করে রেখেছিল। শুধু ধোপাদীঘিরপারই নয়, দিঘীর বিশাল অংশও তাদের দখলে চলে যায়। তারা দীঘি এবং সরকারি জায়গার উপর ছোট-বড় বিল্ডিং ও দোকানপাট তৈরি করে ব্যবসা পরিচালনা করছে।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, মহানগরবাসী তাদের প্রত্যাশা পূরণের জন্য তাকে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত করেছেন। তার প্রতি নগরবাসীর প্রত্যাশাও আগের চেয়ে অনেক বেড়ে গেছে। নগরবাসীর সেই প্রত্যাশা পূরণে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, এরা সবাই অবৈধভাবে দিঘী দখল করে স্থাপনা নির্মাণ করেছিল। ফলে বাধ্য হয়েই অভিযান চালাতে হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত আমিন তৌহিদসহ সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা।