হাসান মার্কেটে ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের মধ্যে মাস্ক বিতরণ

5

দেশে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর উদ্যোগে ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এর সহযোগিতায় ২ মার্চ বুধবার নগরীর হাসান মার্কেটে ব্যবসায়ী ও ক্রেতাসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এ সময় সিলেট চেম্বারের সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক তাহমিন আহমদ বলেন, করোনা সংক্রমন রোধে সচেতনতার বিকল্প নেই। তিনি ব্যবসায়ী ও ক্রেতাসাধারণকে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার আহবান জানান। তিনি সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান ও দোকানে হ্যান্ড স্যানিটাইজার মজুদ রাখার জন্য ব্যবসায়ীগণকে অনুরোধ জানান। এ সময় সিলেট চেম্বারের পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আহমদ আফজাল সিরাজ পাভেল ও মো. আখতার হোসেন, সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, সহ-সাধারণ সম্পাদক মো. সাহেদ বকস, দপ্তর সম্পাদক মো. মশিউর রহমান বাবু, প্রচার সম্পাদক সৈয়দ মোরাদ হোসেন রাজিব, প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী আকিক, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সদস্য শরীফ হোসেন, দুলাল মৃধা, নুরুল ইসলাম, রিন্টু চক্রবর্তী ও অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি