সৈনিক ক্লাব থেকে ১৬ জুয়াড়ী আটক

13
র‌্যাবের অভিযানে আটক ১৬ জুয়াড়ি।

ষ্টাফ রিপোর্টার :
নগরীর লামাবাজার এলাকার মদন মোহন কলেজ সংলগ্ন প্রাক্তন সৈনিক ক্লাব থেকে জুয়া খেলারত অবস্থায় ১৬ জুয়াড়ীকে আটক করেছে র‌্যাব-৯। গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি ওবাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হচ্ছে, সুনামগঞ্জের ছাতক উপজেলার পীরপুরের মৃত আব্দুল জব্বারের পুত্র মো. নাসির উদ্দিন (৩০), নগরীর সোবহানীঘাট এলাকার মৃত আব্দুল মোতালেবের পুত্র মো. আলী জিন্নাহ (৪৭), শেখঘাট এলাকার মৃত আব্দুল হালিমের পুত্র মো. বাবুল মিয়া (৪৫), পশ্চিম পীর মহল­া এলাকার আব্দুল খালিকের পুত্র রফিক আহম্মদ (৩৮), দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার মৃত ছিদ্দিক উল­াহর পুত্র বাদশা মিয়া (৫৫), নগরীর জালালী এলাকার মৃত ওসমান মিয়ার পুত্র ছালেক আহমেদ (৪৫), শেখঘাট এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র জুবেল আহম্মদ (৫০), জালালাবাদ থানার মুইয়ারচড় এলাকার মৃত খোরশেদ আলীর পুত্র আকবর হোসেন (৪২), কাজীর বাজার এলাকার বেলু মিয়ার পুত্র সাজীদ মিয়া (৩৫), সুনামগঞ্জের ছাতক উপজেলার মৌলবিরগাওয়ের মৃত রহমত আলীর পুত্র মো. সোয়েব আহম্মদ (৪০), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগদীসপুরের মৃত ইয়াকুত আলীর পুত্র সমীর উদ্দিন (৩২), জালালাবাদ থানার পূর্ব জাঙ্গাইল এলাকার মৃত আবুল হোসেনের পুত্র মো. আনোয়ার হোসেন (৩৯), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ইদোনপুরের মৃত তারু মিয়ার পুত্র আব্দুল শহীদ (৪৫), শেখঘাট কলাপাড়া এলাকার মো. নুরুল ইসলামের পুত্র মো. আব্দুর রশিদ (৩২), সুনামগঞ্জের ছাতক উপজেলার রাজারগাওয়ের মৃত আহম্মদ আলীর পুত্র মো. ফরিদ (৩৫) ও সুনামগঞ্জের ছাতক উপজেলার পীরপুরের মৃত ওহাব আলীর পুত্র জয়নাল আবেদীন (৪৪)। তাদের কাছ থেকে নগদ নগদ ১ লাখ ১৯ হাজার ২৩০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করে র‌্যাব। আককৃত আসামীদেরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান।