সুনামগঞ্জ সংবাদদাতা
অপারেশন ডেভিল হান্ট এর ৪র্থ দিনে গত ২৪ ঘন্টায় সিলেট ও সুনামগঞ্জ থেকে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আরো ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে সিলেটে ৭ জন ও সুনামগঞ্জে ৭ জন রয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন- মহানগরীর ১৬নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি কাওসার খান (৪৫), ৩২নং ওয়ার্ড যুবলীগের আহŸায়ক মুকিত আহমদ তন্ময় (২৮), ৯নং ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহসভাপতি রায়হান আহমদ (২৫), ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ হাবিবুল্লাহ টিপু (৪৬), দক্ষিণ সুরমা উপজলোর তেতলি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. বাদশা মিয়া (৫৫), মোগলাবাজার থানার দাউদপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন তারেক (৩০) ও জালালপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের যুবলীগ নেতা আফজাল হোসেন (৩৩)। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
অপর গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রইছ উদ্দিন (৫১), শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. শহিদুর রহমান শহীদ (৪৫), বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান (৪২), দোয়ারাবাজার পান্ডারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন (৫৩), সুনামগঞ্জ জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মো: তুষার মিয়া (২৭), সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য তারেক রহমান তারিফ (২৪), মধ্যনগর উপজেলা ছাত্র লীগের সক্রিয় সদস্য সোহেল মিয়া (১৮)।
সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।