চোলাই মদসহ দুই নারী আটক

4

স্টাফ রিপোর্টার

নগরীর লাক্কাতুরা চা বাগানের নিকটবর্তী কোম্পানীগঞ্জ বাইপাস সড়ক থেকে দুই নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার সকাল ১১টার দিকে ওই দুই নারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৫ লিটার দেশিয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- এয়ারপোর্ট থানার লাক্কাতুরা চা বাগানের ২নং লাইনের মৃত গোপাল দাশের স্ত্রী গীতা রানী বিশ্বাস (৩৫) ও একই এলাকার মৃত শ্রীধর দাশের স্ত্রী সারো দাস (৩৮)। অভিযানকালে তাদের সহযোগী আরও ২-৩ জন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গীতা রানীর কাছ থেকে ১৫ লিটার ও সারো দাসের কাছ থেকে ১০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।