আখেরী মোনাজাতের মধ্যদিয়ে হযরত গায়বী শাহ্ (রঃ)’র বার্ষিক ওরস মোবারক সম্পন্ন

9

স্টাফ রিপোর্টার

আখেরী মোনাজাত ও শিরনী বিতরণের মধ্যদিয়ে ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রঃ) এর অন্যতম সফর সঙ্গী হযরত গায়বী শাহ্ (রঃ)’র দু’দিন ব্যাপী বার্ষিক ওরস মোবারক সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার বাদ ফজর শতশত ভক্ত ও আশেকানদের উপস্থিতিতে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয় মহান এ ওলির ওরস মোবারক। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর অব্যাহত সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
এদিকে ওরসকে কেন্দ্র করে সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্ত-আশেকানরা মাজারে ছুটে আসেন এবং তারা জিয়ারত, জিকির-আজগার ও নফল ইবাদত-বন্দেগির মাধ্যমে রাত অতিবাহিত করেন। ওরস মোবারকে গতকাল বুধবার (১৯ ফেব্রæয়ারী) বাদ ফজর হতে অনুষ্ঠিত হয় খতমে কোরআন, সকাল ১১টায় অনুষ্ঠিত হয় মিলাদ-দোয়া, সকাল সাড়ে ১১ টায় মাজারে ছড়ানো হয় গিলাফ, দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয় গরু জবাই। বাদ এশা হতে জিকির আজগার শুরু হয়ে শেষ রাত পর্যন্ত চলে। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রæয়ারী) বাদ ফজর আখেরী মোনাজাত ও শিরনী বিতরণের মধ্যদিয়ে সম্পন্ন হয় এ ওরস।
এদিকে দু’দিন ব্যাপী ওরস মোবারক সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় মাজার কমিটি হযরত গায়বী শাহ্ (রঃ)-এর সকল ভক্ত-আশেকান ও ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞা জানিয়েছেন।