সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫০তম বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রæয়ারি) দুপুর ১২টায় সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে এই সাধারণ সভার আয়োজন করা হয়।
সমিতির সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আয়কর আইনজীবী কাওছার মাহমুদ চৌধুরীর পরিচালনায় সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান। ২০২৪ সালের অডিট রিপোর্ট উপস্থাপন করেন আয়কর আইনজীবী মোহাম্মদ ইব্রাহিম।
বার্ষিক প্রতিবেদন ও অডিট রিপোর্টের উপর আলোচনায় অংশগ্রহণ করেন আয়কর আইনজীবী এম শফিকুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠান, অ্যাডভোকেট সজল কুমার রায়, অ্যাডভোকেট মো. আবুল ফজল, আয়কর আইনজীবী মিন্টু চন্দ্র অনুপব্রত, আয়কর আইনজীবী আসাদুর রহমান তারেক, আয়কর আইনজীবী জাহাঙ্গীর আলম, আয়কর আইনজীবী সৈয়দ আব্দুল হামিদ, আয়কর আইনজীবী আ স ম মুবিনুল হক শাহীন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ আজমল হোসাইন ২০২৫ সালের কার্যকরী কমিটির ফলাফল ঘোষনা করেন। নবনির্বাচিত সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হোসেন আহমদ আলমগীর এর সভাপতিত্বে ২য় অধিবেশনে ২০২৫ সালের প্রস্তাবিত বাজেট পেশ করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান শিপু অ্যাডভোকেট। সভায় ২০২৫ সালের জন্য অডিটর নিযুক্ত হন আয়কর আইনজীবী মোহাম্মদ ইব্রাহীম।
বার্ষিক সাধারণ সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী আ স ম মুবিনুল হক শাহীন ও পবিত্র গীতা পাঠ করেন অ্যাডভোকেট সজল কুমার রায়।
অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হোসেন আহমদ আলমগীর সিলেট জেলা কর আইনজীবী সমিতির বিগত নির্বাচনে তাকে সভাপতি নির্বাচিত করায় সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কর আইনজীবী সমিতির কার্যক্রম আরো ত্বরান্বিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রæতি ব্যক্ত করেন। তিনি তার পরিষদের অন্যান্য দায়িত্বশীলদের সাথে নিয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ঠ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সাধারণ সভায় সমিতির নবীন-প্রবীন সদস্য ও ২০২৫ সালের নবনির্বাচিত কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি