জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স ও মাস্টার্স শিক্ষকদের ৯ম ও ১০ম জাতীয় সংসদের স্থায়ী কমিটির সুপারিশ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করে এমপিওভুক্ত ও গত ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক এনটিআরসি এর মাধ্যমে নিয়োগের প্রজ্ঞাপন দ্রুত জারির দাবিতে রবিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক পরিষদ সিলেট জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুবুর রউফ নয়ন, কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগরের সভাপতি প্রভাষক ফজলে রাব্বী চৌধুরী, সিলেট মহানগরের সাধারণ সম্পাদক প্রভাষক মো. আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক প্রভাষক কবির উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী, প্রভাষক সৈয়দা ফাতেমা সুলতানা, প্রভাষক সামিয়া চৌধুরী, প্রভাষক মনিকা বৈধ, প্রভাষক জামাল জাবেদ, প্রভাষক আব্দুর রহমান খান, প্রভাষক ইয়াহিয়া চৌধুরী, প্রভাষক স্বদেশ রায়, প্রভাষক তামিম রশিদ, প্রভাষক তানিম আহমদ, প্রভাষক খালেদ আহমদ, প্রভাষক হারুনুর রশিদ, প্রভাষক আব্দুর রশিদ ও বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি