দোয়ারাবাজার সংবাদদাতা
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে চোরাই গরুর চালান জব্দ করেছে বিজিবি। বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মোকামছড়া সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ভারতীয় ৭টি চোরাই গরু জব্দ করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ পেকপাড়া বিওপি’র টহলদল। জব্দকৃত গরুর আনুমানিক মূল্য ৬ লাখ ৭০ হাজার টাকা।
বিজিবির প্রেস ব্রিফিংয়ে জানা যায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ দোয়ারাবাজার উপজেলাধীন পেকপাড়া বিওপি’র টহলদল স্থানীয় মোকামছড়া সীমান্ত এলাকায় ৭টি ভারতীয় চোরাই গরু আটকের পর জব্দ করে ক্যাম্পে নিয়ে যায়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।