স্থানীয় সরকার উপ-পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, বর্তমান করোনা ভাইরাস প্রাদুর্ভাব একটি মহামারী রোগ, এরোগের প্রাদুর্ভাব রোধকল্পে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে হবে। প্রত্যেক নাগরিকের দায়িত্ব সরকার নির্দেশিত নিয়ম নীতি মেনে চলা, অযথা হাট বাজারে না ঘোরা, জরুরি প্রয়োজনে বের হলে মাস্ক, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার ব্যবহার করা। স্বাস্থ্যবিধি মেনে চললে নিজে এবং পরিবারকে সুরক্ষিত রাখা সম্ভব।
মীর মোহাম্মদ মাহবুবুর রহমান গতকাল ১২ জুলাই-রবিবার মোগলা বাজার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে রেবতী রমন সরকারি উচ্চ বিদ্যালয়ে এলজিএসপি-৩ এর ২০১৯-২০২০ অর্থ বছরের অর্থায়নে দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, অস্থায়ী কর্মহীন ও দিন মজুরের মধ্যে সার্জিকেল মাস্ক, সাবান, ব্লিচিং পাউডার বিতরণ অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরীর সভাপতিত্বে ও ইউপি সদস্য আইয়ুব হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য, প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবিন রুবা, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, ইউনিয়ন পরিষদের সচিব রঙ্গেশ কুমার দাস, ট্যাক অফিসার লুৎফুর রহমান, ইউপি সদস্য সেলিম আহমদ, শামিম আহমদ, সমস উদ্দিন, মকবুল হোসেন, ছাইফুল ইসলাম, জুহেল আহমদ কাশেম, ছাত্রনেতা দুলাল আহমদ, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ বদরুল ইসলাম, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা পাপলু আহমদ দুলাল প্রমুখ। বিজ্ঞপ্তি