গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

3

চুনারুঘাট সংবাদদাতা

হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে ১৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার বিকেলে চন্ডিছড়া মাজার সংলগ্ন এলাকা থেকে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার চিমটিবিল খাসপাড়া গ্রামের শুক্কুর আলীর ছেলে শাহিন মিয়া (৩০), দুধপাতিল গ্রামের ওমর আলীর ছেলে রাজন মিয়া (২০) ও বি-বাড়ীয়া জেলার আশুরাইল গ্রামের হাজী চুনু মিয়ার ছেলে রুকু মিয়া (৩৫)। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
চুনারুঘাট থানার ওসি নুর আলম বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।