মোদি-ইউনূস সাক্ষাৎ হবে বিমসটেক সামিটে

6

কাজির বাজার ডেস্ক

থাইল্যান্ডে আগামী ৪ এপ্রিল বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) সম্মেলনে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রæয়ারি) রাজধানীর গুলশানে সংগঠনের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা জানান বিমসটেকের মহাসচিব ইন্দ্রমণি পান্ডে। তিনি বলেন, আগামী ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক শীর্ষ বৈঠকে যোগ দেবেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাৎ হবে। তবে দ্বিপাক্ষিক বৈঠক হবে কি না তা নির্ভর করবে দুই দেশের ওপর। বিমসটেকের মহাসচিব বলেন, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলোর জোট বিমসটেক। চীন বা পাকিস্তানের বিরোধিতা করা এর লক্ষ্য নয়। থাইল্যান্ডে আগামী ৪ এপ্রিল বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশ পরবর্তী চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। থাইল্যান্ড ২০২২ সালের ৩০ মার্চ থেকে শ্রীলঙ্কার কাছ থেকে বিমসটেকের চেয়ার গ্রহণ করেছিল।
বিমসটেকের সদস্য দেশ সাতটি- বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।