![](http://kazirbazar.com/files/uploads/2018/10/AZA-300x202.jpg)
জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে মেছোবাঘ আটক করেছেন জনতা। বাঘকে দেখার জন্য উৎসুক জনতার ভীড় জমেছে এলাকায়।
জানা গেছে, ১৯ অক্টোবর শুক্রবার ভোর রাতে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের আহাদ আলী নামের এক ব্যক্তির বাড়িতে মোরগ খাওয়ার জন্য একটি মেছোবাঘ হানা দেয়। এ সময় কৌশলে স্থানীয় জনতা লোহার খাচায় বাঘকে আটক করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জালাল আহমদ নামের এক ব্যক্তি বলেন, বাঘকে হস্তান্তর করার জন্য বন বিভাগে খবর দেয়া হয়েছে।