ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

3

স্টাফ রিপোর্টার

এয়ারপোর্ট থানার ছালিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯৯ বোতল ফেনসিডিল ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।
রবিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ থানার সুন্দাউরা গ্রামের মৃত আব্দুর নুরের ছেলে মোঃ জসিম উদ্দিন (২৬) ও দরাকুল গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে মোঃ মিজান (২৯)-কে গ্রেফতার করে। এ সময় তাদের সাথে থাকা মাদক বহনে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
এদিকে রবিবার রাত পৌনে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার গোয়ালাবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ আরও ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার সাথে থাকা ১টি পিকআপ জব্দ করা হয়। গ্রেফতারকৃত ঢাকার বাড্ডা থানার মো. টিপু শেখের ছেলে মো. কায়েশ শেখ (৪৬)।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেফতারকৃত আসামীদের ও জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ সিলেট এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে।