জগন্নাথপুরে আমনের বাম্পার ফলনে কৃষকের হাসি

8

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এতে কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে। গত ভাদ্র মাস থেকে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন হাওর ও বাড়ির আঙ্গিনার উঁচু জমিতে রোপা আমন ধান রোপণ শুরু হয়। এখনো অনেক হাওরে চলছে রোপণ।
স্থানীয় কৃষকরা জানান, এবার অন্য বছরের তুলনায় আমন বেশি আবাদ হচ্ছে। কারণ হিসেবে তারা জানান, ভয়াবহ বন্যার পানিতে আসা পলিমাটিতে এবার অনেক হাওরের জমি ভরাট হয়ে গেছে। এতে অনেক বোরো জমি আমনে পরিণত হয়েছে। যে কারণে আমন আবাদে রীতিমতো প্রতিযোগিতা চলছে। এছাড়া সরকার প্রান্তিক কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয় করায় জমি আবাদে আরো উৎসাহিত হচ্ছেন কৃষকরা। যদিও সার ও ডিজেলের মূল্য বৃদ্ধি হওয়ায় এবার জমি আবাদ খরচ অনেক বেড়ে গেছে। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। তবুও থেমে নেই জমি আবাদ। অনেকে ধারদেনা করে হলেও জমি আবাদ করছেন।
জগন্নাথপুর উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এবার জগন্নাথপুর উপজেলায় ৯ হাজার ৪৬৫ হেক্টর আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে স্থানীয় কৃষকদের দাবি সরকারি এ লক্ষ্যমাত্রার দ্বিগুণ জমি আবাদ হচ্ছে। চলতি মাসজুড়ে থেমে থেমে বৃষ্টিপাত হওয়ায় জমিতে আমনের বাম্পার ফলন হয়েছে। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার গোলাভর্তি ধান ঘরে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন কৃষকরা।
১৯ সেপ্টেম্বর সোমবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা হাওরে সরেজমিনে দেখা যায়, হাওরে আমনের বাম্পার ফলন। হাওরজুড়ে সবুজের সমারোহ। বাতাসের তালেতালে দুলছে কৃষকের স্বপ্ন রোপা আমন।