তাহিরপুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২৫

28

তাহিরপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের তাহিরপুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১৩ জনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকাল চারটায় উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের রসুলপুর গ্রামের জাবেদ আলী ও ধন মিয়ার পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত আহতরা হলেন- উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের রসুলপুর গ্রামের জাবেদ আলীর পক্ষের শমসের আলম (৩৫), কামাল হোসেন (৩২), ধন মিয়া (৪০), দেলোয়ার (২৫), আবুল কালাম (৩৫), ফরিদা খাতুন (৪২), মন্নাছ মিয়া (৩৩)। ধন মিয়া পক্ষের আহতরা হলো, সফর আলী (৫০), সফিক মিয়া (৪৫), রফিক মিয়া (৩৫), উছমান (৩৭), আনোয়ার হোসেন (২২) ও ইছব আলী (২০) অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি ধর বলেন, রসুল গ্রামে মারামারি হচ্ছে এমন খবর পাওয়ার পর তাহিরপুর থানার সহকারী উপ-পরিদর্শক রেজাউর রহমান ও মাহবুব ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। তবে, কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।