স্টাফ রিপোর্টার
অপারেশন ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। রবি ও সোমবার সিলেট-সুনামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও শাহপরাণ বহর আবাসিক এলাকার মৃত মাওলানা জামিল আহমদের ছেলে জাহেদ আহমদ (৩৪), নগরীর বাগবাড়ি প্রমুক্ত একতা ৪নং রোডের ১৭৮/৮ নম্বর বাসার বিমল কান্তি দাসের ছেলে ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি অয়ন দাশ (২৭), দক্ষিণ সুরমা থানার লালারচক গ্রামের আব্দুল খালিকের ছেলে ও তেতলী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল তালুকদার, মোগলাবাজার ইউনিয়নের মৌজপুরের নারায়ণ চন্দের ছেলে উপজেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক নয়ন চন্দ ওরফে নয়ন আদিত্য (২৪), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ শফিকুল ইসলাম (৫৫), বড়দল দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জলিল মিয়া (৪৮), দিরাই সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ (২৮), ছাতক উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম আহŸায়ক জামাল আহমেদ (২৫), ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাত্তার মিয়া (৭৬) এবং ৩নং বাহড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু (৫০)।
দক্ষিণ সুরমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ও মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন জানান, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন- জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।