ঢাকা-সিলেট মহাসড়কে ২০/২৫টি গাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগ

36

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশের বিভিন্ন স্থানে রাতে আঁধারে চোরাগুপ্তা হামলা চালিয়ে ২০ থেকে ২৫টি গাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এছাড়াও শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় একটি বাসে করা হয়েছে অগ্নিসংযোগ। শুক্রবার রাত ১০ থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, উল্লেখিত সময়ে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার দিগাম্বর, পুটিজুরী, ডুবাঐ, চলিতাতলা, বাহুবল, দৌলতপুর, তগলী, বসিনা ও হাফিজপুর এলাকায় এসব গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ইট ও পাথর ছুড়ে ২০ থেকে ২৫টি গাড়ির ক্ষতিসাধন করে। গাড়ি গুলোর মধ্যে রয়েছে দুরপাল্লার বাস, মাইক্রোবাস ও মালবাহী ট্রাক। এদিকে, একই সময়ে শায়েস্তাগঞ্জ নতুব ব্রীজ এলাকায় একটি ওয়ার্কশপে দাঁড়ানো অবস্থায় একটি লোকাল বাসে অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয় লোকজন বালি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনলেও এতে বাসটি‘র ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ব্যাপারে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার আফছার উদ্দিন বাসে অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করলেও তার ধারণা এটি একটি দুর্ঘটনা।
ধারণা করা হচ্ছে, অবরোধ কর্মসূচি পালন অবস্থায় যানবাহন চলাচলে আতংক সৃষ্টি করার জন্যই এ রকম চোরাগুপ্তা হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
হবিগঞ্জের পুশিষ সুপার জয়দেব কুমার ভদ্র জানান, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এগুলো বাচ্চারাও করতে পারে। পুলিশ এ ব্যাপারে সতর্ক রয়েছে।