বিশ্বনাথে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার

2

বিশ্বনাথ প্রতিনিধি

বিশ্বনাথে সদ্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইটকে সাদা পোশাকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের রাজাগঞ্জ বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব – ৯ এর একটি দল তাকে গ্রেফতারকরে তাদের কার্যালয়ে নিয়ে যায়। সেখান থেকে সন্ধ্যা ৮টার দিকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করে তারা।
জানা গেছে, তার বিরুদ্ধে পৌরশহরের আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী ও জামায়াত নেতা আমজদ আলীর ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। মামলা নম্বর ১২ (২১-০৮-২-২৪)।
উল্লেখ্য, গত (২১ আগস্ট), আমজদ আলী বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীকে প্রধান আসামি করে মোট ১০৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এবিষয়ে বিশ্বনাথ থানার ওসি রুবেল মিয়া বলেন, আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।