সেবা দিয়ে সেবা নিয়ে ডাক্তার রোগী সন্তুষ্ট হলে উভয়ই সফল : বিভাগীয় কমিশনার

1

সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী ইবনেসিনা হাসপাতালকে রোগীবান্ধব হাসপাতাল অভিহিত করে বলেছেন, এই হাসপাতালের ঢাকার বিভিন্ন শাখায় চিকিৎসা নিতে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের অনেকবার যেতে হয়েছে। তাদের আধুনিক চিকিৎসায় দেশের মানুষ উপকৃত হচ্ছে। তিনি বলেন, ইবনেসিনা দেশের প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। ডাক্তাররা সেবা দিয়ে এবং রোগীরা সেবা নিয়ে উভয়ই সন্তুষ্ট হলে সফলতা আসবেই। তিনি আরও বলেন, আমি জানি এই হাসপাতাল সকল পরীক্ষায় ২৫% সকল রোগীদের এবং কর্পোরেটদের ৩৫% ছাড় দিয়ে থাকে। তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তিনি সহীহ বুখারীর একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, সকল কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে। তিনি এই হাসপাতালের সফলতা কামনা করেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে ইবনেসিনা হাসপাতাল সিলেট লিমিটেড এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও হাসপাতালের কর্মকর্তা আজহার উদ্দিন খান, মাজহারুল ইসলাম মুমিন ও মোঃ ইকবাল হোসেন খন্দকার এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক আব্দুল কাদির খান, অধ্যাপক আব্দুল হান্নান ও ডিএমএস কর্ণেল (অব) রুকনুল ইসলাম চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, চীফ মেডিকেল অফিসার মেজর (অব) আব্দুস সালাম, ম্যানেজার (এডমিন) আলী হায়দার মোঃ তানভীর, হাসপাতালের রিকাবীবাজার শাখার ইনচার্জ রেজাউল ইসলাম, ম্যানেজার (হিসাব) মোঃ মনিরুজ্জামান, ম্যানেজার (পারচেজ) মোঃ আলআমিন, ভারপ্রাপ্ত হেড অব মার্কেটিং ও উন্নয়ন মোঃ শাহেদ আলী, ডেপুটি ম্যানেজার (কাস্টমার কেয়ার) মোঃ নুরুল হকসহ বিপুল সংখ্যক ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ইবনেসিনা হাসপাতালের নিজস্ব শিল্পী গোষ্ঠীর পরিচালনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার সিসিইউ ও আইসিইউ সহ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং ফ্রি অপারেশন করতে আসা ঠোটকাটা শিশু রোগীদের অভিভাবকদের সাথে কথা বলেন।