স্টাফ রিপোর্টার
নগরীর নাইওরপুল ও সুরমা গেইট এলাকা থেকে পৃথক অভিযানে ৪৩৬ বস্তায় প্রায় ২৫ লাখ টাকার চোরাই চিনি জব্দসহ দুটি যানবাহনের চালক ও সহকারী তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বুধবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত ২টা ৫০ মিনিটের সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ‘ইয়াংকি-১’ ও ‘ইয়াংকি-২’-এর বিশেষ অভিযানে নগরীর নাইওরপুল এলাকায় ব্যারিকেড দিয়ে একটি মালবাহী ট্রাক আটক করে। ট্রাকে তল্লাশি চালিয়ে ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এর মধ্যে ৩৮০ বস্তায় প্রতিটিতে ৪৯ কেজি করে মোট ১৮ হাজার ৬২০ কেজি, ২০ বস্তায় প্রতিটিতে ৪০ কেজি করে মোট ৮০০ কেজি চিনি রয়েছে। বর্তমান বাজারদর অনুযায়ী জব্দ চিনির মূল্য ২৩ লাখ ৩০ হাজার ৪০০ টাকা। চোরাই চিনির সঙ্গে মো. মুসলিম উদ্দিন (৪০), জুবায়ের রহমান (২৭) নামের দুই ব্যক্তিকে আটক করে মামলায় গ্রেফতার দেখানো হয়।
এদিকে, বুধবার সকালে এসএমপির শাহপরাণ থানা পুলিশের পৃথক আরেকটি অভিযানে সুরমা গেট এলাকায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৩৬ বস্তা চোরাই চিনি জব্দ করা হয়। এ সময় কাভার্ডভ্যানের চালক মইনুল আহমদকে (৩৭) গ্রেফতার করে।