এসআইইউ ইংরেজি বিভাগের এমপাওয়ারমেন্ট লেকচার : সাফল্যের জন্য অধ্যাবসায়ের বিকল্প নেই

69

 

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের একুশ শতকের উপযোগী দক্ষতা অর্জনের লক্ষ্যে এক বিশেষ লেকচার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ বক্তৃতা অনুষ্ঠিত হয়। ‘বিয়ন্ড দ্যা ক্লাসরুম: এমপাওয়ারমেন্ট লেকচার’-শীর্ষক এ অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের কলারডো বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মো. রেজওয়ানুল হক মাসুদ। বক্তব্যে তিনি বলেন, সাফল্যের জন্য অধ্যাবসায়ের কোন বিকল্প নেই। সিলেবাস ও পাঠ্যক্রমের পাশাপাশি মানবিকতা এবং সৃজনশীলতার চর্চাও সমানভাবে করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে রেজওয়ানুল হক বলেন, জ্ঞান অন্বেষার পথ অনন্ত। এ পথ পরম আনন্দের। আর সাফল্য-ব্যর্থতা মিলেই জীবন। হতাশাকে প্রশ্রয় না দিয়ে আতœবিশ্বাসী হতে হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়নের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি এড়িয়ে লক্ষ্য অটুট রেখে নিষ্ঠার সাথে কাজ করে গেলে সাফল্য আসবেই।
বক্তৃতা শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিকে শুভেচ্ছা উপহার প্রদান করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড মো. আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। এর আগে বক্তৃতা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন মানবিক অনুষদের ডিন মানবিক অধ্যাপক আবুল ফতেহ ফাত্তাহ এবং ইংরেজি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেব। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বক্তৃতা অনুষ্ঠানের সমন্বয়ক স্বাতী রানী দেবনাথ। বিজ্ঞপ্তি