নবী হোসেন নবীন

2

বিজয় নিশান :

যুদ্ধটা হয়েছিল রণাঙ্গনে
তবু রক্তাক্ত হয়েছিল হৃদয়।
কারণ যুদ্ধের মত এমন স্ববিনাশী
খেলা আর নেই।
অস্ত্র হাতে যে যুবক গিয়েছিল
যুদ্ধের মাঠে
সে আর ফিরে আসেনি মায়ের বুকে।
তাই মায়ের বুকে আজও
রক্তক্ষরণ হয় ধুঁকে ধুঁকে।
আদুরের খোকার বুকের রক্ত
সবুজ আঁচলে মুছে
মা বাতাসে উড়িয়ে দিয়েছিল যে আঁচল
তা আজ আমাদের গৌরবের পতাকা
চির অম্লান বিজয় নিশান।