শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির খাবার বিতরণ

1

 

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদ জুম্মা নগরীর বিভিন্ন মাদ্রাসায় এতিমদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করে সিলেট মহানগর বিএনপি। খাবার বিতরণ কালে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, দেশকে এগিয়ে নিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, উৎপাদনের রাজনীতি ও বহুদলীয় রাজনীতি প্রয়োজন। অথচ সেই আদর্শ আজ ম্রিয়মাণ হয়ে যাচ্ছে। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে কাজ করে যেতে হবে।
এসময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য শহীদ জিয়াউর রহমানের মত সৎ ও আদর্শ মানুষ প্রয়োজন। ফ্যাসিবাদী শক্তির মোকাবিলায় ও গণতন্ত্রের চর্চায় জিয়াউর রহমানের মত একজন রাষ্ট্রপ্রধান এদেশে আবার প্রয়োজন।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর যুবদলের সাবেক আহবায়ক নজিবুর রহমান নজিব, মতিউল বারী খুর্শেদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুবব, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, আব্দর রহিম মল্লিক, তারেক আহমদ খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, রফিকুল ইসলাম রফিক, ফয়েজ আহমদ মুরাদ, রহিম আলী রাশু, আব্দুল মালিক সেকু, সাব্বির আহমদ, আলী হায়দার মজনু, ফরহাদ আহমদ, মতিউর রহমান শিমুল, মাসুম ইবনে রাজ্জাক রুমেল, হারুনুর রশিদ হারুন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, সদস্য ফাহিম আহমদ চৌধুরী, ছালেক আহমদ, নজিম উদ্দীন, লিয়াকত আলী ইমন, রাসেল আহমদ, সাবেক ছাত্রদল নেতা রুজেল ইমাম, ১৯ নং ওয়ার্ড ছাত্রদলের আহŸায়ক মশাহিদুল ইসলাম মাহিয়ান সহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি