বিকাশ প্রতারকের কাছ থেকে সাড়ে ৪৫ হাজার টাকা উদ্ধার

9

স্টাফ রিপোর্টার :
বিকাশ এজেন্ট নামধারি এক প্রতারকের কাছ থেকে সাড়ে ৪৫ হাজার টাকা উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গত সোমবার দিবাগত রাতে টেলি কমিউনিকেশন’র মাধ্যমে এক অভিনব কায়দায় প্রতারকের কাছ থেকে উক্ত খোয়া যাওয়া টাকা উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার সহকারি পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্ত্তীর ঐকান্তিক প্রচেষ্টায় অভিযান চালিয়ে উক্ত টাকা উদ্ধার করে মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। তবে এ ঘটনায় জড়িত প্রতারককে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি এবং তাকে দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত ২৮ জুন জনৈক মরিয়ম বেগম কলিকে বিভিন্ন নম্বর থেকে ফোন করে প্রতারণার মাধ্যমে তার বিকাশ একাউন্ট থেকে ৭২ হাজার ৯শ’ টাকা নিয়ে যায় বিকাশ এজেন্ট নামধারী এক প্রতারক। পরে এই বিষয়ে তিনি কোতোয়ালি মডেল থানায় (১৫৪৭, তাং-২৮/০৬/২০২০) নং একটি জিডি দায়ের করেন। পরবর্তীতে উক্ত জিডির তদন্তকারী অফিসার বিষয়টি সহকারি পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্ত্তীকে অবহিত করেন। পরে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে সাড়ে ৪৫ হাজার টাকা উদ্ধার করে বাদীনিকে ফেরত প্রদান করা হয়। বিষয়টি সহকারি পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী নিশ্চিত করেন।