নিখোঁজের তিনদিন পর ধলাই নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

5

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিখোঁজ হওয়া জুবেলের লাশ ভেসে ওঠেছে মাঝ নদীতে। শুক্রবার রাত সাড়ে ৮টায় ধলাই নদীর ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের পূর্ব পাশের মাঝ নদীতে লাশ ভেসে ওঠে। পরে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এর আগে গত ২৭ মে রাত ১২টায় সাদাপাথর থেকে নৌকা দিয়ে পাথর আনতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয় জুবেল। পরের দিন সিলেট ফায়ারসার্ভিসের ডুবুরিরা চেষ্টা করেও তাকে পায়নি। জুবেল কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া বদিকোনা গ্রামের সামছুল ইসলামের পুত্র।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান খান জানান, ধলাই নদীতে একটি লাশ ভেসে ওঠার খবর পেয়েছি। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করছে।