জগন্নাথপুরে ব্যাপক-উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু

5

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে সনাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। ৪ অক্টোবর শুক্রবার ষষ্ঠীর মধ্য দিয়ে উপজেলার ৪০টি মন্ডপে দুর্গোৎসব শুরু হয়। চলবে ৫ দিন ব্যাপী। এবার দুর্গা পূজাটি শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি মন্ডপে মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
এদিকে-দুর্গোৎসবকে কেন্দ্র করে ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনতাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এর মধ্যে উল্লেখ যোগ্য মন্ডপকে কেন্দ্র করে বসেছে মেলা। মেলায় বিভিন্ন খেলনা ও পণ্য সামগ্রী নিয়ে শতশত দোকান পাট বসেছে। এসব দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভীড় দেখা যায়। এর মধ্যে শিশু-কিশোর ও তরুণীদের সংখ্যা বেশি। এদিকে-শারদীয় দুর্গোৎসব টি শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষ্যে প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করেন পূজা কমিটির পক্ষে পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শশী কান্ত গোপ।