বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথ উপজেলা পরিবহন শ্রমিক ঐক্যজোটের আয়োজনে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পৌর শহরের রামপাশা রোডস্থ সিএনজি স্ট্যান্ডে এ সমাবেশের অনুষ্ঠিত হয়।
সভায় বক্তরা বলেছেন, সিলেট-২ আসন, বিশ্বনাথ ওসমানীনগরবাসির উন্নয়নের স্বার্থে সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রর্তীক দিয়ে এমপি নির্বাচিত করতে হবে। বক্তারা বলেন, বিগত দুই সংসদ নির্বাচনে শরিক দলের জন্য এ আসনে নৌকা প্রতীকের কোন প্রার্থী দেয়া হয় নাই। এতে করে বিশ্বনাথ ও ওসমানীনগরে গত ১০বছরে কোন উন্নয়ন হয় নাই। তাই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে যোগ্য ব্যক্তি হিসেবে চৌধুরীকে নৌকা প্রতীক দিতে সভানেত্রী শেখ হাসিনার কাছে তারা জোর দাবী জানান। তারা বলেন, শফিক চৌধুরী এমপি থাকাকালীন সময়ে বিশ্বনাথের ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই আগামী সংসদ নির্বাচনে তাঁর বিকল্প নেই। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
উপজেলা পরিবহন শ্রমিক ঐক্যজোটের সভাপতি কাউন্সিলর ফজর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিবহন শ্রমিক ঐক্যজোটের উপদেষ্ঠা আব্দুল আজিজ সুমন, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ, খাজাঞ্চী ইউনিয়ন চেয়ারম্যান আরশ আলী গণি, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও প্যানেল মেয়র রফিক হাসান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আফিয়া রশিদ, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর ধর, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরবিন্দু পাল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এমএ হান্নান বদরুল, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম মেম্বার, উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক দুলাল আহমদ।
এদিকে, এ সমাবেশকে সফল ও স্বার্থক করে তুলতে সকাল থেকে পৌর শহরে বাদ্যযন্ত্র বাজিয়ে মটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।