সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে কে কোন প্রতীক পেলেন

58

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। সোমবার সকালে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে তাদের এই প্রতীক বরাদ্দ দেয়া হয়।
সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত সরকার (নৌকা) প্রতীক, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন (কেটলি) প্রতীক, জেলা আওয়ামী লীগের সদস্য সেলিম আহমদ (ঈগল) প্রতীক, বাংলাদেশ কংগ্রেসের নবাব সালেহ আহমদ (ডাব) প্রতীক, জাতীয় পার্টির মো. আব্দুল মন্নান তালুকদার (লাঙ্গল) প্রতীক, তৃণমূল বিএনপির মো. আশরাফ আলী (সোনালী আশঁ) প্রতীক, গণফ্রন্ট’র মো. জাহানুর রশিদ (মাছ) প্রতীক, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র মো. হারিছ মিয়া (একতারা) প্রতীক পেয়েছেন।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামীলীগ মনোনীত চৌধুরী আব্দুল্লা আল মাহমুদ (নৌকা) প্রতীক, মনোনয়ন বঞ্চিত বর্তমান সাংসদ ড. জয়া সেন গুপ্তা (কাচিঁ) প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব মো. মিজানুর রহমান (ঈগল) প্রতীক পেয়েছেন।
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সাংসদ এম. এ মান্নান (নৌকা) প্রতীক, তৃণমূল বিএনপি’র মোহাম্মদ শাহীনুর পাশা চৌধুরী (সোনালী আশঁ) প্রতীক, জাতীয় পার্টির তৌফিক আলী (লাঙ্গল) প্রতীক, বাংলাদেশ জাতীয় পার্টির তালুকদার মো. মকবুল হোসেন (কাঠাঁল) প্রতীক পেয়েছেন।
সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাদিক (নৌকা) প্রতীক, জাতীয় পার্টির পীর ফজলুর রহমান (লাঙ্গল) প্রতীক মনোনয়ন বঞ্চিত মো. এনামুল কবির ইমন (ঈগল) প্রতীক, মো. মোবারক হোসেন (কাচিঁ), প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মোহাম্মদ দিলোয়ার ‘আম’ প্রতীক পেয়েছেন।
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার)আসনে আওয়ামীলীগ মনোনীত মহিবুর রহমান মানিক ‘নৌকা’ প্রতীক, মনোনয়ন বঞ্চিত শামিম আহমদ চৌধুরী ‘ঈগল’ প্রতীক পেয়েছেন।
হবিগঞ্জ : হবিগঞ্জ জেলার ৪টি আসনে ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্ধ করা হয়েছে। সোমবার সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রসাশক দেবী চন্দ তার কার্যালয়ে প্রতিক বরাদ্দ কার্যক্রম শুরু করেন।
আসনগুলোর মধ্যে হবিগঞ্জ -১ আসনে ৫ জন, হবিগঞ্জ-২ আসনে ৯ জন, হবিগঞ্জ -৩ আসনে ৯ জন এবং হবিগঞ্জ ৪ আসনে- ৮ জন প্রার্থী রয়েছেন।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে স্বতন্দ্র প্রার্থী সাবেক এমপি কেয়া চৌধুরী (ঈগল), জাতীয় পার্টির দলীয় প্রার্থী সাবেক এমপি আব্দুল মুনিম চৌধুরী বাবু (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ (ট্রাক), ইসলামী ঐক্যযোগের মোস্তাক আহমেদ ফারহানী (মিনার), কৃষক শ্রমিক জনতা লীগের মোঃ নুরুল হক (গামছা) প্রতিক পেয়েছেন।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) – আসনে ৯ জন, আওয়ামীলীগের দলীয় প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল (নৌকা), স্বতন্দ্র প্রার্থী আব্দুল মজিদ খান (ঈগল), জাতীয় পার্টির দলীয় প্রার্থী শংকর পাল (লাঙ্গল), কৃষক শ্রমিক জনতা লীগের মনমোহন দেবনাথ (গামছা), ইসলামী ঐক্যজোটের শেখ হিফজুর রহমান (মিনার), তৃণমূল বিএনপির খাইরুল আলম (সোনালী আশঁ), বিএনএমএর এসএএম সোহাগ (নোঙ্গর), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশর মোহাম্মদ আব্দুল হামিদ (চেয়ার), বাংলাদেশ কংগ্রেসের মো: জিয়াউর রশিদ (ডাব) প্রতিক পেয়েছেন।
হবিগঞ্জ-৩ (সদর-লাখাই ও শায়েস্তগঞ্জ)- আসনে ৯ জন। আওয়ামীলীগের দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো: আবু জাহির (নৌকা), জাতীয় পার্টির দলীয় প্রার্থী এম এ মুমিন চৌধুরী বুলবুল (লাঙ্গল), বিএনএম এর মো: বদরুল আলম সিদ্দিকী (নোঙ্গর), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো: আদম আলী (ফুলের মালা), ন্যাশনাল পিপলস পার্টির মো: আব্দুল কাদির (আম), জাকের পার্টির আনসারুল হক (গোলাপ ফুল), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো: আবদুল ওয়াহেদ (চেয়ার), বাংলাদেশ কংগ্রেসের মো: নোমান হাসান (ডাব), মুক্তিজোট (জেডিপি) এর মো: শাহিনুর রহমান (ছড়ি) প্রতিক পেয়েছেন।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) – আসনে ৮ জন। আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থী বিমান ও পর্যাটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী (নৌকা), স্বতন্দ্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন (ঈগল), জাতীয় পার্টির দলীয় প্রার্থী আহাদ উদ্দিন চৌধুরী (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মোঃ আল আমিন (ডাব), ইসলামি ঐক্যজোট বাংলাদেশের আবু ছালেহ (মিনার), বিএনএম এর মো: মুখলেচুর রহমান (নোঙ্গর), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো: আব্দুল মুমিন (চেয়ার), বাংলাদেশ সাংস্কৃতিক ঐকজোটের মো: রাশেদুল ইসলাম খোকন (ছড়ি) প্রতিক পেয়েছেন।
মৌলভীবাজার : মৌলভীবাজারের ৪টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা নির্বাচন কমিশন। সোমবার সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়।
৪টি আসনে ২৫ জন প্রার্থীর মধ্যে ৫ জন মনোনয়ন প্রত্যাহার করায় ২০ প্রতীক নিয়ে কাজ শুরু করেছেন। আ’লীগ নেতা মোহাম্মদ আব্দুল রহিম শহীদসহ ২ জন উচ্চ আদালতে রিট করেছেন।
এ সময় প্রার্থীরা সরাসরি ও কেউ প্রতিনিধির মাধ্যমে প্রতীক নিয়ে যান। এসময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি তুলে ধরেন। মুঠোফোনে এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, মোহাম্মদ আব্দুল রহিম শহীদ’র কোন চিঠি আমাদের কাছে আসেনি। যতটুকু কমিশন থেকে শুনেছি, তিনি বাদ পড়েছেন। একটি নির্বাচনী আসনে মাত্র ৩টি গাড়ি দিয়ে প্রচারণার কথা বলা হয়।
এসময় মৌলভীবাজার-১ আসনে জাতীয় পার্টি প্রার্থী আহমদ রিয়াজ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন’র বিরুদ্ধে হস্তক্ষেপের কথা তুলে ধরে বলেন, এই আসনে আমার প্রচারণা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। নির্বাচন কমিশনের প্রটেকশন চাচ্ছি।
এদিকে মৌলভীবাজার-৪ আসনে নৌকার প্রার্থী উপাধ্যক্ষ ড. আব্দুস শহিদ দলীয় নেতা-কর্মীসহ প্রতীক নিয়ে যান। এদিকে প্রতীক পেয়ে মৌলভীবাজার-৩ আসনের নৌকার প্রধান কার্যালয় শুভ উদ্বোধন করা হয়। মৌলভীবাজার জেলা শহরের এম সাইফুর রহমান সড়কে কার্যালয়টি উদ্বোধন করেন আ’লীগের দলীয় প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান।
এসময় মোহাম্মদ জিল্লুর বলেন, মৌলভীবাজার-রাজনগরের উন্নয়ন করতে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনীত করেছেন। আমি সেই লক্ষ্যেই কাজ করবো। আমাদের সাথে গ্রাম-গঞ্জে পাড়া মহল্লার আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আছেন। আমরা ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার জন্য কাজ করবো।
ইতিমধ্যে কোথায় কি কাজ করা প্রয়োজন সেই পরিকল্পনা আমরা নিয়েছি। আমরা এই মৌলভীবাজার ৩ আসনের সকল মানুষের ঘরে ঘরে যাব, সবার কথা শুনবো।
এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মসুদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সদর উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব, রাজনগর উপজেলার চেয়ারম্যান শাহাজাহান খান, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।