নগরীতে গ্রেফতার হওয়া উগ্রবাদীর ৭ দিনের রিমান্ডের আবেদন

6

স্টাফ রিপোর্টার :
নগরী থেকে গ্রেফতার উগ্রবাদীকে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার ২৭ জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলাম সংগঠনের উগ্রবাদী কাজী বাপ্পি আহমেদ উরফে সাজ্জাদ উরফে তারেক বিন জিয়া উরফে মোল্লা আক্তার মো. মনসুরকে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের কলবাখানি এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-৯।
মোল্লা আক্তার মো. মনসুর হবিগঞ্জের মাধবপুরের বোহরা গ্রামের মৃত কাজী শওকাতুল আম্বিয়ার পুত্র। মোল্লা আক্তার মো. মনসুরকে গ্রেফতারের পর র‌্যাবের ডিএডি মো. বুলবুল আহমেদ বাদি হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন।
শুক্রবার এ উগ্রবাদীকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) মো. জসিম উদ্দিন। তিনি বলেন, কাজী বাপ্পি আহমেদ উরফে সাজ্জাদ ওরফে তারেক বিন জিয়া ওরফে মোল্লা আক্তার মো. মনসুরের বিরুদ্ধে র‌্যাবের একজন বাদি হয়ে মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।