ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার প্রাচীন শিল্প শহর ছাতক পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে ছাতক পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী আনুষ্ঠানিকভাবে ১০৩ কোটি ৫৭ লাখ ৮৪ হাজার ২৭৩ টাকার বার্ষিক বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব ও বিভিন্ন উন্নয়ন তহবিল থেকে মোট আয় দেখানো হয়েছে ১০ ৩ কোটি ৫৭ লাখ ৮৪ হাজার ২৭৩ টাকা। ব্যয় দেখানো হয়েছে ১০২ কোটি ১৯ লাখ ১৬ হাজার ৬৬৭ টাকা এবং স্থিতি দেখানো হয়েছে ১কোটি ৩৮ লাখ ৬৭ হাজার ৬০৫ টাকা। মেয়র পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিতে সরকারের সাহায়্য ও সহযোগিতা কামনা করেন।
বাজেট অনুষ্টানে পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভী, হিসাব রক্ষক কুলসুমা বেগম, উপ-সহকারী প্রকৌশলী দিজেন্দ্র কুমার দাস, কর কর্মকর্তা জামাল উদ্দিন, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, নাজিমুল হক, ছালেক মিয়া, রশিদ আহমেদ খছরু, শফিকুল ইসলাম ও রতœা রানী মালাকারসহ সাংবাদিক ও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।