ভাষার মাস বরণে সম্মিলিত নাট্য পরিষদের বর্ণমালার মিছিল ॥ ভাষা ও সংস্কৃতি রক্ষায় মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

78

সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট গতকাল ১ ফেব্র“য়ারী বৃহস্পতিবার মহান ভাষা আন্দোলনের মাসকে বরণ করে নেয়ার জন্য আয়োজন করে বর্ণমালার মিছিল। সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণমালা মিছিলের শুভ উদ্বোধন করেন- ভাষা সৈনিক অধ্যাপক মোঃ আব্দুল আজিজ। মিছিলে নানা বর্ণমালা সহ অংশ নেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। বর্ণমালার মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাপ্ত হয়। শহীদ মিনারে মিছিলকে ভাষা আন্দোলনের গানে নৃত্যের মধ্য দিয়ে বরণ করে নেয় ছন্দ নৃত্যালয় সিলেট এর নৃত্য শিল্পীবৃন্দ। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় ও নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশুর সভাপতিত্বে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিনুর রহমান ভূঁইয়া, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমেদ সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের প্রাক্তন প্রধান পরিচালক ব্যারিস্টার মোঃ আরশ আলী, প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন প্রমুখ।
বর্ণমালা মিছিলে উপস্থিত ছিলেন- ইমজা সিলেটের সভাপতি সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল-আজাদ, বিশিষ্ট সাংবাদিক আব্দুল মালিক জাকা, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার সভাপতি অনিল কিষন সিংহ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সম্পাদক মন্ডলীর সদস্য ডা: নাজেরা চৌধুরী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আমিনুল ইসলাম লিটন, কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম, কবি ও সংগঠক হাসিনা মহি উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক সংগ্রাম সিংহ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদারুল আলম নোবেল, সাংবাদিক ও সংগঠক সামির মাহমুদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বেলাল আহমদ, সম্মিলিত নাট্য পরিষদের প্রাক্তন সভাপতি সৈয়দ মনির হেলাল, প্রাক্তন সাধারণ সম্পাদক শামসুল বাছিত শেরো, সাংস্কৃতিক সংগঠক এনামুল মুনির, হাওর উন্নয়ন পরিষদের কাশমীর রেজা, ইনোভেটরের সমন্বয়ক প্রণব কান্তি দেব, মুক্তাক্ষর সিলেটের পরিচালক বিমল কর, গীতবিতান বাংলাদেশের পরিচালক অনিমেষ বিজয় চৌধুরী, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সমন্বয়ক সাইমুম আনজুম ইভান।
অনুষ্ঠানে বক্তারা বলেন- বাঙালি জাতি ভাষার জন্য লড়াই সংগ্রাম করে অনেক রক্তের বিনিময়ে মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করেছে। মায়ের ভাষার মর্যাদা রক্ষায় সকলকে অত্যন্ত যতœশীল হতে হবে। বক্তারা সর্বত্র বাংলা ভাষার সঠিক প্রচলনের জন্য আরও অগ্রণী ভূমিকা পালন করার গুরুত্ব দেন। তারা বলেন ভাষা ও সংস্কৃতি রক্ষায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। বিজ্ঞপ্তি