খন্দকার মুক্তাদির এর পতœীর গণসংযোগে পুলিশী বাধার অভিযোগ, গ্রেফতার ৫

29

সিলেট-১ (সিলেট সদর ও মহানগর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুর মুক্তাদিরের পতœী জাকিয়া ইয়াসমিনের গণসংযোগে পুলিশ কর্তৃক বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। নগরীর খোজারখলা ও টুলটিকরে জাকিয়া ইয়াসমিনের গণসংযোগস্থল থেকে ৫ জনকে আটক করার খবর পাওয়া গেছে। এছাড়া, কুয়ারপার ইঙ্গুলাল রোড এলাকায় পূর্ব নির্ধারিত একটি নির্বাচনী মহিলা সমাবেশ পুলিশী বাধার মুখে পন্ড হয়ে গেছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা
সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও সিলেট সরকারী মহিলা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি অধ্যাপিকা সামিয়া চৌধুরী অভিযোগ করেন, ধানের শীষ প্রতীকের সমর্থনে খন্দকার আব্দুল মুক্তাদির পতœীসহ সিলেট জেলা ও মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ প্রতিদিনই নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও মহিলা সমাবেশ করছেন। কিন্তু, মঙ্গলবার দিনভল বিভিন্ন স্থানে এই মহিলা প্রতিনিধি দলের গণসংযোগে পুলিশ কর্তৃক বাধা দেয়া হয়।
মঙ্গলবার দুপুরে নগরীর ২৫ নং ওয়ার্ডের বরইকান্দিতে গণসংযোগ তেকে ফেরার পথে খোজারখলা রোডে আগে থেকেই অবস্থান নেয়া দক্ষিণ সুরমা থানা পুলিশ ৩ যুবদল কর্মীকে আটক করে নিয়ে যায়। আটককৃতরা হলেন- ২৫ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি, স্থানীয় খোজারখলার বাসিন্দা বদরুল আলম, ২৭ নং ওয়ার্ড বিএনপি নেতা, স্থানীয় পাঠানপাড়ার বাসিন্দা আব্দুল কাদির এবং একই ওয়ার্ডের আলমপুরের বাসিন্দা কুটি মিয়া।
একইভাবে মঙ্গলবার দুপুরের পর মহিলা প্রতিনিধি দলটি নগরীর টুলটিকর এলাকায় গণসংযোগে গেলে সেখানে আগে থেকেই অবস্থানরত পুলিশের একটি দল মাহফুজ ও আলম নামের বিএনপির ২ কর্মীকে আটক করে নিয়ে যায়।
সন্ধ্যার পর প্রতিনিধি দলটি কুয়ারপাড় এলাকায় ইঙ্গুলাল রোডে জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী রাহেলা জেরিন কাননের বাসায় ধানের শীষের সমর্থনে একটি মহিলা সমাবেশে গেলে সেখানে সাদা পোষাকে এক দল পুলিশ অভিযান চালায়। তারা মহিলা দল নেত্রী রাহেলা জেরিন ও তার পরিবারের লোকজনের সাথে অসৌজন্যমূলক আচরণ করে ও সমাবেশ না করার হুমকি দিয়ে চলে আসে। বিজ্ঞপ্তি