যাত্রীদের রাস্তায় ময়লা না ফেলার অনুরোধ বিআরটিএর

19

 

কাজির বাজার ডেস্ক

সড়কে শৃঙ্খলা বজায়, দুর্ঘটনারোধ ও পরিবেশ রক্ষার্থে গাড়ি থেকে যাত্রীদের রাস্তায় ময়লা না ফেলার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মঙ্গলবার বিআরটিএর এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপরিবহনসহ সব ধরনের মোটরযানে চলাচলরত অবস্থায় যাত্রী কর্তৃক যেখানে সেখানে ময়লা আবর্জনা, কফ, থুতু, কলার খোসা/ছোলা, চিপসের প্যাকেট, বাদামের খোসা, পানির বোতল, খাবার প্যাকেট, টিস্যু বা অন্যান্য বর্জ্য পদার্থ ফেলা সড়কের পরিবেশ দূষণ ও সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। সড়কে শৃঙ্খলা, দুর্ঘটনা রোধ ও পরিবেশ রক্ষার্থে মোটরযানে অবস্থানকালে ময়লা-আবর্জনা না ফেলার জন্য যাত্রী সাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
এ ধরনের কর্মকাÐ সরকারি আদেশ অমান্যের শামিল যা দÐনীয়।
এর আগে গত ১৮ জুন সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিএমটিসিএল আয়োজিত আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন-৬ এর পরিচালন বিষয়ক এক সেমিনারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাস্তায় গাড়ি থেকে ময়লা ফেলা বিষয়ে বিআরটিএকে আইন করতে হবে। গাড়ি থেকে সিগারেটের শেষ অংশ রাস্তায় ফেলা বা কোনো কিছু খেয়ে রাস্তায় ফেলা বন্ধ করতে হবে। গাড়ি থেকে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা যাবে না এবং যেখানে সেখানে সিগারেট খাওয়া যাবে না। ঢাকা শহরে সিগারেট খাওয়া বন্ধ করুন।
তিনি আরও বলেন, প্রটেকশন গাড়িতে হুটার লাগানো বন্ধ করতে হবে। আমি মন্ত্রী। আমার প্রটেকশন গাড়িতে কোনো হুটারের আওয়াজ শুনবেন না। আমি এটা বন্ধ করে দিয়েছি। আমি হুটার চালাই না। হাসপাতালে সামনে দিয়ে গাড়িগুলো যেভাবে হর্ন বাজায় থাকে, এটা যেন না হয় এটা বন্ধ করতে হবে। আমি দুই মেয়রের উপস্থিতিতেই কথাগুলো বলছি।