স্টাফ রিপোর্টার :
সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য বলে দাবি করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। বর্তমান কমিটির উন্নয়ন কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর ও আনোয়ার পাঠানসহ কয়েকজন সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। বুধবার সিলেট প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিন।
লিখিত বক্তব্যে আমির উদ্দিন বলেন, বর্তমান কমিটির উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর ও আনোয়ার পাঠানসহ কয়েকজন সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তাদের বক্তব্য মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রনোদিত অবিহিত করে এর বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
তিনি বলেন, বর্তমান কার্যকরী কমিটি কোন অবৈধ চাঁদাবাজির সাথে জড়িত নই, সংগঠনের সার্বিক উন্নয়নমূলক কাজে ঈর্ষান্বিত হয়ে সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর, মো. আনোয়ার পাঠানসহ ২/৪ জন সংগঠন বিরোধী অপপ্রচারে লিপ্ত রয়েছেন। যাতে করে সংগঠনের মান সম্মানের হানি ঘটছে। তাই এদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, আব্দুল গফুর, আনোয়ার পাঠানসহ সংগঠনের বিরুদ্ধে অবস্থানকারীদের বর্তমানে সকল প্রকার সাংগঠনিক কর্মকান্ড থেকে বিরত রাখা হয়েছে। আগামী বার্ষিক সাধারণ সভায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার, কার্যকরী সভাপতি মো. আব্দুস সালাম, সহ-সভাপতি মো. জুবের আহমদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সম্পাদক মো. আহমদ আলী স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ, প্রচার সম্পাদক মো. সামাদ রহমান, দপ্তর সম্পাদক মো. বাবুল হোসেন, কোষাধ্যক্ষ মো. রাজু আহমদ, সদস্য মো. শরিফ আহমদ, মো, আলী আহমদ, মো, আব্দুল জলিল, মো. আব্দুল মতিন, মো. বিলাল আহমদ প্রমুখ।