হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের উত্তর ভবানিপুর পায়রাটিলা আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর আগুণে পুড়ে ছাই হয়ে গেছে। আর এতে করে ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ১০ লাখ টাকার। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্ঠা চালিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুণের সূত্রপাত হয়েছে।
জানা যায়, সকালে হঠাৎ করেই পায়রাটিলা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লেগে যায়। পরে তা মুহুর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় একে একে পুড়ে যায় ১০টি আশ্রয়ণ প্রকল্পের ঘর। পুড়ে যায় ঘরে থাকা সকল মালামাল।
এদিকে, আশ্রায়ণ প্রকল্পটি পাহাড়ের উচু টিলায় হওয়ার কারনে আগুন নিভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। খবর পেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তাজ উদ্দিন, পুটিজুরী ইউপি চেয়ারম্যান মো. মুদ্দত আলী, পুটিজুরী পুলিশ ফাড়ির এসআই মোবারক হোসেনসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মোহাম্মদ ইব্রাহিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। আগুণে ১০টি ঘর পুড়ে গেছে। তবে ক্ষয় ক্ষতির পরিমান ও আগুন লাগার সঠিক কারণ তদন্ত শেষে বলা যাবে।