জৈন্তাপুরে পৃথক অভিযানে ভারতীয় চিনি মহিষ ও পণ্য জব্দ

39

স্টাফ রিপোর্টার

জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ১৫ বস্তা ভারতীয় চিনি, ৩০০ জোড়া স্পোর্টস বুট এবং ৬টি মহিষ জব্দ করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভ‚ক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানা পুলিশের ৩টি আভিযানিক দল জৈন্তাপুর মডেল থানার টিম এর এসআই (নিঃ), পার্থ রঞ্জন চক্র বর্তী, এস আই (নিঃ) হাফিজুর রহমান ও এস আই (নিঃ) মোস্তাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রবিবার সকাল ৬ টার দিকে অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে ১৫ বস্তা চিনি সিলেট তামাবিল মহাসড়কে আব্দুল মতিনের দোকানের সামনে পাকা রাস্তা উপর থেকে জব্দ করেন। ৩ নং চারিকাটা ইউনিয়ন এর বাউরভাগ দক্ষিণ গ্রামের আব্দুর শুক্কুর এর বসতঘর থেকে ৩০০ জোড়া স্পোর্টস বুট জব্দ তালিকা মূলে জব্দ করেন, ২নং জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া আদর্শগ্রামের সাইদ আলীর বসতঘর থেকে ৬ টি মহিষ জব্দ তালিকা মূলে জব্দ করেন। ৩ টি পৃথক অভিযানে পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মোঃ সম্রাট তালুকদার।