কাজিরবাজার ডেস্ক :
চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৬ হাজার ৬৬৪। এর মধ্যে আট হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৮২ হাজার ৮৮৯ জন। এদিকে যুক্তরাষ্ট্রের ৫০ রাজ্যের সবকটিতেই করোনা সংক্রমণ দেখা দিয়েছে এবং ইরানে একদিনে সর্বোচ্চ ১৪৭ জনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে বন্ধ হয়েছে ইইউ সীমান্ত, এছাড়া ফিলিপিন্সে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়েছে। করোনা সঙ্কট মোকাবেলায় সৌদি যুবরাজের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
যুক্তরাষ্ট্রের সব রাজ্যে করোনার হানা : যুক্তরাষ্ট্রের ৫০ রাজ্যের সবকটিতেই করোনা সংক্রমণ দেখা দিয়েছে। ওয়েস্ট ভার্জিনিয়াতে প্রথমবারের মতো একজনের করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। সেখানকার মেয়র জিম জাস্টিস বলেন, আমরা জানতাম এটা আসছে। এদিকে, নিউইয়র্ক বলছে তারা সানফ্রান্সিসকোর পথে হাঁটতে পারে। ইতোমধ্যেই সানফ্রান্সিসকো অবরুদ্ধ হয়ে পড়েছে। সেখানকার দোকান-পাট, স্কুল, বিশ্ববিদ্যালয় সব বন্ধ রাখা হয়েছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রায় ৬ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১০৮ জন। তবে ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে ৬ হাজার ৪৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১১২ জন। ইতোমধ্যে জাতীয় জরুরী অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসে পাস হয়েছে করোনা ত্রাণ তহবিল। এমন মুহূর্তে নাগরিকদের নগদ অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে আটক যে কোন বিদেশী নাগরিককে তাৎক্ষণিকভাবে মেক্সিকোয় ফেরত পাঠানোর কথা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। দ্রুতগতিতে বিস্তৃত হতে থাকা করোনাভাইরাস ঠেকানোর অজুহাতে এই পরিকল্পনা করা হচ্ছে। তবে বিষয়টি আলোচনাধীন থাকলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।
ইরানে আরও ১৪৭ জনের মৃত্যু : ইরানে নতুন করে আরও অন্তত ১৪৭ জনের প্রাণ কেড়েছে নতুন করোনা ভাইরাস, যা দেশটিতে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর একদিনে সর্বোচ্চ। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যু হলো ১ হাজার ১৩৫ জনের। বুধবার দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী আলী রেজা রাইজি টেলিভিশনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।
তুরস্কে প্রথম মৃত্যু, আক্রান্ত বেড়ে দ্বিগুণ : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তুরস্কে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে। সরকারী ঘোষণায় এই মৃত্যুর খবর নিশ্চিত করে আরও জানানো হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণের চেয়েও বেশি হয়েছে। সেখানে আক্রান্তের সংখ্যা এখন ৯৮ জন।
আমিরাতেও বদলে গেল আজানের বাণী : মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতও সিদ্ধান্ত যে, তারা সবাইকে মসজিদে না এসে বাড়িতেই বা যেখানে অবস্থান করছেন সেখানে নামাজের জন্য উৎসাহিত করছে। আর এর জন্য আমিরাতে আজানে নতুন বাক্য যুক্ত হয়েছে। আজানে যুক্ত করা এই নতুন বার্তায় লোকজনকে বাড়িতে থেকে নামাজ পড়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। ইসলাম ধর্মের রীতিতে মসজিদে গিয়ে নামাজ পড়ার আহ্বান জানিয়ে যে আজান দেয়া হয় তার বাণীতে একটি বাক্য হচ্ছে ‘হাইয়া আলাস সালাহ’- যার অর্থ নামাজ পড়তে আসুন। ওই অংশটির বদলে নতুন করে মুয়াজ্জিন বলছেন, ‘আল-সালাতু ফি বুয়ুুতিকুম’ – অর্থাৎ বাড়িতে থেকে (অথবা আপনি যেখানে আছেন সেখানে থেকেই) নামাজ পড়ুন। মুয়াজ্জিনকে এ বাক্যটি দু’বার বলতেও শোনা যায়।
মোদি ও সৌদি যুবরাজের মধ্যে ফোনালাপ : সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রয়টার্স জানিয়েছে, করোনাভাইরাস মহামারীর সঙ্কট মোকাবেলায় পারস্পরিক সহযোগিতার বিষয়ে কথা বলেন তারা। সৌদি যুবরাজের সঙ্গে ফোনালাপে সার্ক দেশগুলোর নেতাদের সঙ্গে তার সাম্প্রতিক ভিডিও কনফারেন্স আয়োজনের কথা উল্লেখ করেন মোদি। এদিকে বিশ্বের বিভিন্ন দেশে অন্তত ২৭৬ ভারতীয় নাগরিক প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত ইরানে, যেখানে ২৫৫ ভারতীয় করোনায় সংক্রমিত হয়েছেন। বুধবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার অধিবেশনে এসব তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন।
করোনায় আক্রান্ত ভারতীয় সেনা : ভারতীয় সেনাবাহিনীর ৩৪ বছর বয়সী এক সেনা সদস্যের দেহে নতুন করোনাভাইরাসের সন্ধান মিলেছে। তাকে লিহ, লাদাখে মোতায়েন করা হয়েছিল। ভারতীয় সেনাবাহিনীতে এটাই প্রথম কারও করোনা আক্রান্তের ঘটনা। আক্রান্ত ওই সেনা সদস্যকে আইসোলেশনে রাখা হয়েছে। তিনি লাদাখ স্কাউটসের অধীনে সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট যা ‘স্নো ওয়ারিয়রস’ নামে পরিচিত, তাতে কর্মরত ছিলেন। এদিকে করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার পর ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার ঘোষণা দিয়েছেন। অবশ্য তার শরীরে পরীক্ষা চালিয়ে করোনাভাইরাস নেগেটিভ পাওয়া গেছে। তা সত্ত্বেও বুধবার তিনি জানিয়েছেন, নয়াদিল্লীর নিজ বাসভবনে স্বেচ্ছাবন্দী হয়ে থাকবেন।
বন্ধ হলো ইইউ সীমান্ত : নোভেল করোনাভাইরাস সঙ্কটের কারণে ৩০ দিনের জন্য বহিরাগত ভ্রমণকারীদের প্রবেশ নিষিদ্ধ করে সীমান্ত বন্ধ করে দেয়ার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউয়ের ২৬টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি আইসল্যান্ড, লিচেনস্টাইন, নরওয়ে ও সুইজারল্যান্ডও এই সিদ্ধান্ত অনুসরণ করবে বলে ধারণা করা হচ্ছে, যুক্তরাজ্যের নাগরিকদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।
ফিলিপিন্সে ছয় মাসের জাতীয় দুর্যোগ ঘোষণা : মহামারী করোনাভাইরাসের কারণে ছয় মাসের জন্য দুর্যোগ ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স। এই ঘোষণার ফলে ভাইরাসটি প্রতিরোধে জরুরী রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ বরাদ্দ করার সুযোগ পাবে কেন্দ্র ও প্রাদেশিক সরকার। ফিলিপিন্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় দুর্যোগের এই ঘোষণা সরকারকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সহায়তা চাওয়ার পথ তৈরি করে দেবে। যদি প্রয়োজন পড়ে তাহলে সশস্ত্র বাহিনীর সাহায্যও চাওয়ার অনুমতি পাবে সরকার।
ইসরাইলে করোনা আক্রান্ত ৪০ শতাংশ বেড়েছে : ইসরাইলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ শতাংশ বেড়ে ৪২৭ জনে দাঁড়িয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরাইলীদের বাড়ি থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। সংক্রমণের হার কমাতে সাইবার নজরদারির অনুমোদন দিয়েছেন তিনি। প্রতিদিন অন্তত তিন হাজার জনের করোনাভাইরাস পরীক্ষা প্রয়োজন বলেও জানিয়েছেন নেতানিয়াহু।
জার্মানির চ্যান্সেলর পদপ্রার্থী করোনায় আক্রান্ত : জার্মানির চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রেডরিক মার্জ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মুখপাত্র সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন। মার্জ নিজেও এক টুইট বার্তায় তার করোনার ফলাফল পজেটিভ আসার বিষয়টি উল্লেখ করেছেন। জার্মানিতে নতুন করে ২ হাজার ৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৩৬৭। অপরদিকে দেশটিতে নতুন করে মারা গেছে আরও ৯ জন। অর্থাৎ এখন পর্যন্ত দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ২৬। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ জন।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর আরও তথ্য প্রকাশ করা প্রয়োজন-ডব্লিউএইচও : করোনাভাইরাস সংক্রান্ত ঘটনা নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর আরও বেশি তথ্য প্রকাশ প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার সংস্থাটির ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলীয় এলাকার আঞ্চলিক পরিচালক আহমেদ আল মানধারি একথা বলেছেন। ভিডিও কনফারেন্সে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ভাইরাসটি মোকাবেলায় এখন পর্যন্ত এই অঞ্চলের দেশগুলোর নেয়া পদক্ষেপ যথাযথ নয়।