মাধবপুরে মিনারা হত্যা : আসামীকে ছদ্মবেশে গ্রেফতার

8

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামের ঈদের পরেরদিন মার্বেল খেলাকে কেন্দ্র করে সংঘটিত মিনারা হত্যাকান্ডের প্রধান আসামী শফিক মিয়া কে গ্রেফতার করেছে মাধবপুর থানার এসআই মানিক কুমার সাহা। মঙ্গলবার রাত ১ টার সময় মাধবপুর থানার এসআই মানিক কুমার সাহা পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্ব মাধবপুর এলাকা থেকে শফিককে গ্রেফতার করে। শফিক রাজাপুর গ্রামের নানু মিয়ার পুত্র।
এসআই মানিক সাহা জানান, গত ২৩ এপ্রিল মার্বেল খেলাকে কেন্দ্র করে রাজাপুর গ্রামে বিদ্যমান ২ পক্ষের সংঘর্ষে মিনারা খাতুন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে মারা যান। এই ঘটনায় শফিক মিয়াকে প্রধান আসামী করে ১৪ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করেন মিনারার স্বামী আব্দুস সাত্তার।
পুলিশের কাছে খবর ছিল শফিক মাধবপুর বাসস্ট্যান্ড হয়ে ঢাকায় পালিয়ে যাচ্ছে। এসআই মানিক সাহা ছদ্মবেশে বাসস্ট্যান্ডে অবস্থান নেন। পরে গোপন সূত্রে জানতে পারেন পূর্ব মাধবপুর গ্রামে শফিকের আত্মীয়বাড়ীতে অবস্থান করছে। একটি অপরিচিত নম্বর থেকে শফিকের মোবাইলে ফোন করেন মানিক কুমার সাহা। ফোন রিসিভ করে শফিক পুর্ব মাধবপুরের ইউনুস মিয়ার বাড়ীতে আত্মগোপনে আছে জানালে দ্রæত সেখান থেকে এসআই মানিক সাহা এসআই মঞ্জুরকে সাথে নিয়ে অভিযান চালিয়ে শফিককে গ্রেফতার করেন।
আটক শফিককে বিজ্ঞ আদালতে চালান দেওয়া হয়েছে এবং অপর আসামীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছে মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক।